Bengali class#32 dt. 1509
CHANDRA BAG
(Subject : Bengali (WBPTET))
15/09/2020
12:25 PM

Bengali class#32 dt. 1509

Mam, eta ektu dekhben pl.

Powered by Froala Editor


2 replies

CHANDRA BAG 20-09-2020, 03:29 PM

Powered by Froala Editor

Teacher 16-09-2020, 11:59 AM

চন্দ্রা ' জঙ্গলে' এটা অধিকরণ সম্বন্ধ হবে।

এখানে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে না। জঙ্গলে বসবাসকারী বা বিচরণকারী বাঘের কথা বলা হচ্ছে। সেজন্য এটা অপাদান নয়, স্থানাধিকরন হবে।

অর্থ বুঝে কারক নির্ণয় করতে হবে। ক্রিয়াপদকে প্রশ্ন করে কারক নির্ণয় করা একটা পদ্ধতি যেটা আমরা আমাদের সুবিধার্থে করে থাকি, কিন্তু সব ক্ষেত্রে সেটা হবে এমন নয়।

একটা বাক্য দেখো: আমি দশ টাকা পথে কুড়িয়ে পেলাম। এখানে 'পথে' কোন কারক হবে ?

নিশ্চয় ক্রিয়াপদ কে প্রশ্ন করবে  কোথায় দিয়ে আর অধিকরণ করবে। কিন্তু  পথ তো টাকাটার আধার নয়। পথ থেকে টাকাটা কুড়িয়ে পেলাম তাহলে এটা অপাদান হওয়া উচিৎ।

তাহলে যুক্তি সঙ্গত কোনটা হচ্ছে সেটা অর্থ বুঝেই আমাদের  নিৰ্ণয় করতে হবে।


Powered by Froala Editor

 Login to reply this post