Please solve Bengali .. Mam
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর মধ্যে পার্থক্য কী? বুঝতে পারছি না, মাম
Powered by Froala Editor
বহুব্রীহি সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি । ব্যাসবাক্যের শেষে যার বা যাহার শব্দ থাকবে আর সমস্যমান পদ গুলির কোনটির অর্থই না বুঝিয়ে এদের দ্বারা লক্ষিত অন্য একটি পদের অর্থকে বোঝাবে ...এই বৈশিষ্ট্য কর্মধারয় সমাসে কিন্তু থাকবে না। এ বিষয়টি লক্ষ্য করতে হবে।
যেমন: সিংহাসন= সিংহ চিহ্নিত আসন( এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পদ লোপ পায়। এখানে মাঝের পদ লোপ পেয়েছে।)
মীনাক্ষী= মীনের মতো অক্ষি যার।( এটা মধ্যপদলোপী বহুব্রীহির উদাহরণ । এখানে মীন ও অক্ষি কোনটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে মীনের মতো অক্ষি যে নারীর তাকে বোঝানো হচ্ছে।)
Powered by Froala Editor
Powered by Froala Editor
Login to reply this post