Please solve Bengali .. Mam
Abdul Aziz
(Subject : Bengali (WBPTET))
03/10/2020
07:32 PM

Please solve Bengali .. Mam

মধ্যপদলোপী বহুব্রীহি সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর মধ্যে পার্থক্য কী?    বুঝতে পারছি না, মাম

Powered by Froala Editor


1 replies

Teacher 07-10-2020, 07:30 AM

 বহুব্রীহি সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি । ব্যাসবাক্যের শেষে যার বা যাহার শব্দ থাকবে আর সমস্যমান পদ গুলির কোনটির অর্থই না বুঝিয়ে এদের দ্বারা লক্ষিত অন্য একটি পদের অর্থকে বোঝাবে ...এই বৈশিষ্ট্য কর্মধারয় সমাসে কিন্তু থাকবে না। এ বিষয়টি লক্ষ্য করতে হবে।

যেমন: সিংহাসন= সিংহ চিহ্নিত আসন( এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পদ লোপ পায়। এখানে মাঝের পদ  লোপ পেয়েছে।)

মীনাক্ষী=  মীনের মতো অক্ষি  যার।( এটা মধ্যপদলোপী বহুব্রীহির উদাহরণ । এখানে মীন ও অক্ষি  কোনটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে মীনের মতো অক্ষি যে নারীর  তাকে বোঝানো হচ্ছে।)

Powered by Froala Editor

Powered by Froala Editor

 Login to reply this post